যুক্তরাষ্ট্রের টেক্সাসে একসঙ্গে ৭০ গাড়ির সংঘর্ষে নিহত ৫

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২১, ২০:৫৩

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একইসাথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ৭০টি গাড়ি। এতে নিহত হয়েছেন অন্তত ১০ জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্টওর্থ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ফোর্টওর্থ এলাকার মহাসড়কে প্রথমে ফেডএক্স-এর দুটি লরি উল্টে যায়। এরপর পেছন থেকে একের পর এক গাড়িটির পেছনে ধাক্কা খায় আরও ৭০টির মতো গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার পাশে কয়েকটি গাড়িতে উল্টে থাকতে দেখা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে হতাহতের উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত দুর্ঘটনায় মোট ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা বলে স্থানীয় কর্তৃপক্ষের ধারণা।

এনএফ৭১/জেএস/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top