জিম্বাবুয়েতে পৌঁছেছে চীন সরকারের দেওয়া উপহার
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ১৬:১৬
চীন সরকারের দেওয়া উপহার কোভিড-১৯ এর ২ লাখ টিকা সোমবার (১৫ ফেব্রুয়ারি) জিম্বাবুয়েতে পৌঁছেছে। আগামী মাসে আরো ৬ লাখ ডোজ পৌঁছাবে সেখানে। আর্ন্তজাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জিম্বাবুয়ের ভাইস প্রেসিডেন্ট ও স্বাস্থ্যমন্ত্রী কন্সটানটিনো চিওয়েংগা রবার্ট মুগাবে আন্তর্জাতিক বিমান বন্দরে এই টিকা গ্রহণ করেন।
এরপর তিনি বলেন, ‘আরো একবার প্রমাণিত হলো প্রয়োজনের সময় চীন আমাদের পাশে দাঁড়ায়। এটা মূলত আমাদের পারস্পারিক ভ্রাতৃত্ব ও বন্ধুত্বেরই নিদর্শন।’
মিশর ও গিনির পর আফ্রিকার তৃতীয় দেশ হিসেবে চীনের তৈরি সিনোভ্যাক টিকা পৌঁছালো জিম্বাবুয়েতে। উপহার হিসেবে পাওয়া ২ লাখ ডোজ টিকা জিম্বাবুয়ের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরীক্ষা-নিরীক্ষার পর এই সপ্তাহেই প্রয়োগ শুরু হবে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: চীন সরকার আর্ন্তজাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ২ লাখ টিকা স্বাস্থ্যমন্ত্রী কন্সটানটিনো চিওয়েংগা রবার্ট মুগাব জিম্বাবুয়
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।