মরুভূমিতে পথ হারিয়ে ৮ জনের করুণ মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ১৮:২১

মরুভূমিতে পথ হারিয়ে ৮ জনের করুণ মৃত্যু

লিবিয়ার মরুভূমিতে পথ হারিয়ে ক্ষুধা আর তৃষ্ণায় সুদানের একটি পরিবারের ৮ সদস্যের করুণ মৃত্যু হয়েছে।

মৃত একজনের হাতে থাকা চিরকুট থেকে জানা যায়, সুদানের এল ফাশার থেকে একটি টয়োটা গাড়িতে করে একটি পরিবারের ৩জন নারী ও ৫ জন পুরুষ সদস্য লিবিয়ার কুফরা শহরের উদ্দেশ্যে ২০২০ সালের আগস্টে রওনা করেন। আরব নিউজে এ তথ্য প্রকাম করা হয়েছে।

চিরকুটে লেখা ছিল– যিনিই আমার এ চিঠিটি পাবেন, তাকে যানাচ্ছি-এটি আমার ভাইয়ের টেলিফোন নাম্বার। তাকে বলবেন, ঈশ্বরের ওপর আস্থা রেখে বলছি, আমি চেষ্টা করেছিলাম মাকে নিয়ে তার কাছে যেতে। আমাকে ক্ষমা করো, আমি পৌঁছাতে পারলাম না।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, মরুভূমিতে একটি টয়োটা গাড়ির চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে কয়েকটি মরদেহ। এগুলোর মধ্যে কয়েকটির কিছু অংশ আবার বালুর নিচে চাপা দেওয়া। লিবিয়ার সরকার এ নিয়ে তদন্ত শুরু করেছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top