আরএসএফের হামলায় ৪৩ শিশুসহ ৭৯ জন নিহত!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:০৯
সুদানে চলছে ভয়াবহ গৃহযুদ্ধ। এবার দক্ষিণ কর্দোফান প্রদেশে আধাসামরিক বাহিনী আরএসএফ-এর ড্রোন হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এই হামলায় ৪৩ জনই শিশু, যা বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার পশ্চিম সুদানের কালোগি শহরে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আরএসএফের ড্রোন থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র একটি কিন্ডারগার্টেন, একটি হাসপাতাল এবং ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। আহত হয়েছেন আরও ৩৮ জন।
নিহত শিশুদের মধ্যে পাঁচ থেকে সাত বছর বয়সের ১০ জনেরও বেশি শিশু রয়েছে। জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এই হামলাকে শিশুদের অধিকার লঙ্ঘনের এক ভয়াবহ উদাহরণ বলে নিন্দা জানিয়েছে।
দক্ষিণ কর্দোফান রাজ্য সরকার এই ঘটনাকে একটি ‘জঘন্য অপরাধ’ হিসেবে অভিহিত করেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন আরএসএফ-কে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হয় এবং তাদের মিত্রদের জবাবদিহির আওতায় আনা হয়।
২০২৩ সালের এপ্রিল মাসে শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত ৪০ হাজার মানুষ নিহত এবং প্রায় এক কোটি বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাই এখন সুদানের মানুষের একমাত্র প্রত্যাশা।
বিষয়: সুদানে আরএসএফের হামলা

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।