রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০২

ছবি: সংগৃহীত

পূর্বঘোষণা অনুযায়ী শনিবার (৬ ডিসেম্বর) বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীতেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামেই নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এ আয়োজনে তিনি জানান, মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি ৮০ কোটি টাকা অনুদান দিতে সম্মত হয়েছেন।

টিভি৯-র খবরে বলা হয়, ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক চরমে উঠলে বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত পৌঁছায়। আদালত থেকে সবুজ সংকেত মেলার পর শনিবার মহা সমারোহে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

হুমায়ুন কবীর জানান, বাবরি মসজিদ নির্মাণে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হবে এবং পুরো অর্থই আসবে সংখ্যালঘু মুসলমানদের অনুদান থেকে। তিনি জোর দিয়ে বলেন, “সরকারি টাকা নিলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে, তাই কোনো সরকারি অর্থ নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “একজন রয়েছেন—তিনি নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। আগামী ১ মাসের মধ্যে ৮০ কোটি টাকা আমার সংস্থাকে দেবে। টাকার অভাব হবে না।”

বর্তমানে হুমায়ুন কবীরের হাতে রয়েছে ২৫ বিঘা জমি। শুধু মসজিদই নয়, এই এলাকায় তিনি একটি ইসলামিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মুসাফিরখানা ও হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেছেন।

মসজিদ পুনর্নির্মাণ ও দলীয় অবস্থান থেকে সরে যাওয়ায় হুমায়ুন কবীরকে আগেই তৃণমূল কংগ্রেস থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে হুমায়ুনের এই উদ্যোগ তৃণমূলের জন্য নতুন এক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিরোধী দলগুলোর অভিযোগ—হুমায়ুন সংখ্যালঘু আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন। অন্যদিকে তৃণমূলের দাবি—তিনি সংখ্যালঘু প্রার্থীদের বিষয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।

হুমায়ুন কবীর বলেন, তাঁর উদ্দেশ্য কেবল একটি ঐতিহাসিক নামকে সম্মান জানিয়ে নতুন একটি ধর্মীয় ও সামাজিক কমপ্লেক্স গড়ে তোলা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top