সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে নৌকা ডুবে অন্তত ১৭ অভিবাসীর মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭

ছবি: সংগৃহীত

গ্রিক দ্বীপ ক্রিট থেকে প্রায় ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিমি) দক্ষিণ-পশ্চিমে একটি অভিবাসী নৌকা ডুবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত দুই জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রিস কোস্টগার্ডের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহতরা সবাই পুরুষ। তিনি আরও বলেন, “নৌকা ডুবির পরিস্থিতি স্পষ্ট না হওয়ায় ময়নাতদন্ত করা হবে।”

একটি তুর্কি পণ্যবাহী জাহাজ নৌকাটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করে। এরপর গ্রিস কোস্টগার্ডের দুটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছায়। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সও উদ্ধার অভিযানে সহায়তা করেছে।

বেঁচে যাওয়া দুই ব্যক্তি জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি বিপজ্জনক অবস্থায় ছিল। যাত্রীদের মাথা ঢাকার, খাবার বা পানি পাওয়ার কোনো সুযোগ ছিল না।ক্রিটান বন্দর ইরাপেট্রার মেয়র মানোলিস ফ্রাঙ্গোলিস জানিয়েছেন, নিহতরা সবাই অল্পবয়সী এবং নৌকা ডুবে যাওয়ায় তারা একটি ছোট জায়গায় আটকা পড়েছিল।

গত বছর থেকে লিবিয়া থেকে ইউরোপে আসা অভিবাসীরা ক্রিট দ্বীপের দিকে ঝুঁকছে, এটি ইইউতে পৌঁছানোর একটি নতুন কিন্তু বিপজ্জনক পথ হিসেবে পরিচিত। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে ১৬,৭৭০ এর বেশি মানুষ এই পথে ইইউতে পৌঁছেছে।

২০১১ সালে লিবিয়ায় গাদ্দাফির উৎখাতের পর দেশটি সংঘাতময় অবস্থায় রয়েছে, যা অভিবাসী সংকটকে আরও জটিল করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top