গাজায় যে বিরতি চলছে, তা পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নয়:কাতারের প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৩:০২
গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি এখন ‘গুরুত্বপূর্ণ বাঁকে’ রয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি। তিনি বলেছেন, বর্তমানে যে বিরতি চলছে, তা পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নয়, এটি কেবল একটি সাময়িক বিরতি মাত্র।
দোহা ফোরামে শনিবার তিনি বলেন, “পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি তখনই বলা যাবে যখন ইসরায়েলি সেনারা পুরোপুরি সরে যাবে, গাজায় স্থিতিশীলতা ফিরে আসবে এবং মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।”
২০২৩ সালের অক্টোবরের হামাস-ইসরায়েল সংঘাতের পর কাতারসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয়। তবে সহিংসতা এখনও থামেনি। শনিবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে। ইসরায়েলি প্রতিনিধি দল কায়রোতে গিয়ে শেষ জিম্মির মরদেহ ফেরত আনার বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর হামাস প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ২০ জীবিত জিম্মি এবং ২৭ মরদেহ ফেরত দিয়েছে। ইসরায়েল জানিয়েছে, শেষ জিম্মির মরদেহ ফেরত পেলেই রাফা ক্রসিং দিয়ে গাজায় যাতায়াত খুলে দেওয়া হবে।
ট্রাম্পের পরিকল্পনায় গাজায় একটি অন্তর্বর্তী টেকনোক্র্যাট সরকার এবং আন্তর্জাতিক শান্তি পর্ষদের তত্ত্বাবধানের কথা উল্লেখ করা হয়েছে। তবে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের বিষয় এখনো চ্যালেঞ্জ হিসেবে থেকে গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাসকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। অন্যদিকে, ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, শনিবার উত্তর গাজার কয়েকটি এলাকায় হামলায় সাতজন নিহত হয়েছেন, যার মধ্যে ৭০ বছর বয়সী এক নারীও রয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।