রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

আলাস্কায় ৭.০ মাত্রার ভূমিকম্প! কাঁপল কানাডা, জারি হলো সতর্কতা?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কা এবং কানাডার ইউকন সীমান্ত এলাকায় আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক শূন্য! কেঁপে ওঠে সুবিশাল এই অঞ্চল।

স্থানীয় সময় শনিবার রাতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, ইউএসজিএস এই তথ্য নিশ্চিত করে। ভূমিকম্পটি আলাস্কার জুনো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে। এর উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

কানাডার হোয়াইটহর্সে থাকা বাসিন্দারা তীব্রভাবে এটি অনুভব করেছেন। সেখানকার ভূকম্পবিদরা জানিয়েছেন, পাহাড়ি এলাকায় আঘাত হানলেও, অনেক মানুষই তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার কথা জানিয়েছেন।

তবে স্বস্তির খবর হলো, এই শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে গুরুতর ক্ষয়ক্ষতি বা আহতের কোনো খবর পাওয়া যায়নি। যদিও মূল কম্পনের পর আরও বেশ কয়েকটি ছোট আফটারশক অনুভূত হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top