গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবি, নিহত অন্তত ১৮
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০১
গ্রিসের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিসির কাছে নৌকাটি ডুবে যায় বলে কোস্টগার্ড জানায়। শনিবার সমুদ্রপথে যাত্রার সময় দ্বীপ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার পর এখন পর্যন্ত দু’জনকে জীবিত উদ্ধার করা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রথমে একটি তুর্কি কার্গো জাহাজ নৌকাটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে গ্রিক কর্তৃপক্ষকে খবর দেয়। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে জীবিত উদ্ধার করে বর্তমানে তাদের ক্রিট দ্বীপে নেওয়া হচ্ছে।
২০১৫-১৬ সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে গ্রিস ছিল সবচেয়ে বড় প্রবেশদ্বার। ওই সময় এক মিলিয়নেরও বেশি অভিবাসী গ্রিস হয়ে ইউরোপে প্রবেশ করেছিলেন।
যদিও পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তবে গত এক বছরে আবারও লিবিয়া থেকে ছোট নৌকায় অভিবাসীদের বিপজ্জনক সমুদ্রযাত্রা বেড়েছে। বিশেষ করে আফ্রিকার উপকূলের কাছাকাছি থাকা ক্রিট, গাভদোস ও ক্রিসি দ্বীপ— এই তিনটি দ্বীপের উদ্দেশে নৌকা চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।