মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

মুর্শিদাবাদের বাবরি মসজিদ: অনুদানে ২ দিনে ১ কোটি ৩০ লাখ রুপি!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৪

সংগৃহীত

মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে অনুদান বাক্সে উপচে পড়ল অর্থ! তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে এই মসজিদ নির্মাণের প্রথম অনুদান সংগ্রহের চিত্র রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাখা হয়েছিল ১১টি অনুদান বাক্স। রোববার এর মধ্যে মাত্র চারটি খোলা হয়। সারাদিন গণনা শেষে এই চারটি বাক্স থেকে পাওয়া গেছে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি। চমক আরও বাকি! অনলাইন এবং কিউআর কোড স্ক্যান করে অনুদান এসেছে আরও ৯৩ লাখ রুপি। সব মিলিয়ে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে ১ কোটি ৩০ লাখ রুপিরও বেশি।

বাকি সাতটি বাক্স গোনার কাজ এখনও চলছে। হুমায়ুন কবীর ঘোষণা দিয়েছেন, এই মসজিদ নির্মাণে তিন বছর লাগবে এবং অর্থের অভাব হবে না। তিনি জানান, একজন ভক্ত একাই ৮০ কোটি রুপি অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

আইনি বাধা কাটিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে সৌদি আরব থেকে আলেমসহ প্রায় ৪০ হাজার মুসল্লি যোগ দেন এবং তাদের জন্য শাহি বিরিয়ানির আয়োজন ছিল। জনগণের স্বতঃস্ফূর্ত অনুদানই যেন এই মসজিদ নির্মাণের মূল চালিকাশক্তি!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top