মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

বাবরি মসজিদের চাঁদ-তারা আঁকা সেই ইট যাচ্ছে মুর্শিদাবাদে!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৫১

সংগৃহীত

অযোধ্যার বাবরি মসজিদের এক টুকরো স্মৃতি এবার কাজে লাগতে চলেছে মুর্শিদাবাদের বেলডাঙায়। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর সেখানে যে নতুন বাবরি মসজিদ গড়ছেন, তার ভিত্তিপ্রস্তরে যোগ হবে একটি বিশেষ ইট।

ইটটি দান করছেন ডোমকলের প্রাক্তন সিআরপিএফ জওয়ান আলাউদ্দিন খান। তাঁর দাবি, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর মসজিদ ধ্বংসের সময় তিনি অযোধ্যায় ডিউটিতে ছিলেন। স্মৃতি হিসেবে ধ্বংসস্তূপ থেকে চাঁদ-তারা আঁকা একটি ইট তিনি নিয়ে এসেছিলেন।

এতদিন গ্রামের মসজিদে রাখা ছিল এই ইট। আলাউদ্দিন খান এটিকে বেলডাঙার নতুন মসজিদের জন্য দান করতে চান, যা তাঁর মতে একটি পুণ্যের কাজ হবে। গত শনিবার ছেতিয়ানিতে নতুন বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে। এই মসজিদ গড়ার জন্য সৌদি আরব থেকে ধর্মগুরুরা এসেছিলেন এবং লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছিল। কোটি কোটি টাকা দান জমা পড়েছে।

তবে প্রতিবেশীদের মতে, সব দানের মাঝে আলাউদ্দিন খানের এই দান সবথেকে মহৎ। কারণ এই ইটের সঙ্গে জড়িয়ে আছে আসল বাবরি মসজিদের স্মৃতি। ডোমকলের এই প্রাক্তন জওয়ানের মাধ্যমে, অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের এক অংশ লেগে থাকবে মুর্শিদাবাদের নতুন মসজিদের গায়ে, বহন করবে এক বিশেষ স্মৃতি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top