ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলছে BSF, নাকি বাড়াবাড়ি? মমতা ব্যানার্জির উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:০৭
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে এবং এই পরিস্থিতি ‘বাড়াবাড়ি’ হিসেবে তিনি উল্লেখ করেছেন। সোমবার কোচবিহারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, রাজ্য পুলিশকে ভয় পাবেন না, বরং সক্রিয় হয়ে নাকা ও তল্লাশি অপারেশনে জোর দিতে হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, “কোচবিহার একটি সীমান্ত জেলা। সীমান্তে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ বাংলা বললেই সে বাংলাদেশি হয়ে যায় না। বাংলাদেশ একটি দেশ, পশ্চিমবঙ্গ একটি রাজ্য।” তিনি বলেন, উর্দু বা পাঞ্জাবি ভাষাভাষীদের হয়রানি করা ঠিক নয় এবং বাংলার বাসিন্দাদের অযথা হয়রানি বন্ধ করা উচিত।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।