নারীদের রান্নাঘরের সরঞ্জাম হাতে প্রস্তুত থাকতে বললেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৭
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার এক জনসভায় বক্তব্য রাখার সময় তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা পুনর্বিবেচনার সময় অনেক মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, যা তিনি "অধিকার হরণ" বলে মন্তব্য করেন।
তিনি রাজ্যের নারীদের উদ্দেশে বলেন, যদি কারও নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়, তবে তারা যেন প্রতিরোধে প্রস্তুত থাকেন। মমতার ভাষায়, "মা-বোনদের অধিকার এসআইআরের নামে ছিনিয়ে নেবে? নাম কেটে দিলে তোমরা কি ছাড়বে? তোমাদের তো রান্নার সরঞ্জাম আছে— শক্তি তো আছে!" তিনি দাবি করেন, নারীরাই সামনে থেকে লড়াই করবেন, আর পুরুষরা থাকবেন পেছনে।
বক্তব্যে তিনি বিজেপিকে উদ্দেশ করে বলেন, প্রতি নির্বাচনেই তারা অর্থ খরচ করে বিভাজন তৈরি করার চেষ্টা করে এবং বাইরে থেকে লোক আনে। তিনি আরও উল্লেখ করেন, বিজেপি নারীদের শক্তি দেখতে চায়— আর তিনি দেখাতে প্রস্তুত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শও দেন।
সমাবেশ জুড়ে মমতা নিজেকে ধর্মনিরপেক্ষতার পক্ষে এবং সাম্প্রদায়িক রাজনীতির বিপক্ষে অবস্থান নেওয়া নেতা হিসেবে তুলে ধরেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।