শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ায় কঠোর বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৫১

সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ৯ ডিসেম্বর থেকে দেশটির সরকার ১৬ বছরের নিচের শিশু ও কিশোরদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকসহ দশটি বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বয়সের ব্যবহারকারীদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সময়ে এক লাখের বেশি একাউন্ট বন্ধ করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সরকারের সিদ্ধান্তের উদ্দেশ্য শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিত করা। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে সর্বোচ্চ ৩২ বিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। উল্লেখযোগ্য, একমাত্র এক্স (X) প্ল্যাটফর্ম এই নিষেধাজ্ঞার আওতায় নেই।

বিশ্লেষকরা বলছেন, অস্ট্রেলিয়ার এই উদ্যোগ দৃষ্টান্ত হিসেবে কাজ করতে পারে এবং পৃথিবীর অন্যান্য দেশও ভবিষ্যতে এমন পদক্ষেপ গ্রহণ করতে পারে। সোশ্যাল মিডিয়াগুলো ইতিমধ্যেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

নাহার

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top