শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ব্রিস্টল জাদুঘর থেকে ৬০০’র বেশি মূল্যবান শিল্পকর্ম চুরি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৫২

সংগৃহীত

যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, ব্রিস্টল জাদুঘর থেকে ৬০০’র বেশি মূল্যবান শিল্পকর্ম চুরি হয়েছে। এই শিল্পকর্মগুলো ব্রিটিশ সাম্রাজ্যের দুইশো বছরের ইতিহাস ধারণ করে এবং এতে গয়না, ব্যাজ, হাতির দাঁত, পদক, রূপার অলংকার ও ব্রোঞ্জের মূর্তিসহ অসংখ্য ঐতিহাসিক জিনিস অন্তর্ভুক্ত রয়েছে।

১১ ডিসেম্বর এক বিবৃতিতে পুলিশ জানায়, তারা চুরি হওয়া শিল্পকর্ম উদ্ধারের জন্য চারজন সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে। সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে, যদি কেউ এই ব্যক্তিদের অবস্থান বা পরিচয় সম্পর্কে তথ্য জানেন, তারা পুলিশকে তা জানিয়ে সহযোগিতা করবেন।

নাহার

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top