সুদান হামলায় আহত ঘিওর, মানিকগঞ্জের শান্তিরক্ষী চুমকি আক্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮

সংগৃহীত

সুদানের আবেই-তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত হয়েছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী। এই হামলায় আহত হয়েছেন আরও ৮ জন, যাদের মধ্যে আছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার চুমকি আক্তার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার আহতদের পরিচয় প্রকাশ করে। আহতদের মধ্যে সৈনিক মোসা. চুমকি আক্তারের বাড়ি ঘিওর উপজেলার পেচারকান্দা এলাকায়। তিনি গত নভেম্বরের ৭ তারিখে মিশনে যোগ দেন।

চুমকি আক্তারের স্বামী, সেনাসদস্য মো. ইকরামুল হোসেন জানান, শনিবার বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর গ্রেনেডের স্প্রিন্ট তার স্ত্রী'র ডান হাত ও ডান পায়ে আঘাত হেনেছে। তাকে ৭০০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে হেলিকপ্টারে করে ভর্তি করা হয়েছে।হাসপাতালের দৃশ্য (প্রতীকী)।

চুমকির মা জহুরা বেগম কান্নারত কণ্ঠে জানান, তাদের ২ বছর বয়সি নাতিকে তার কাছে রেখে চুমকি মিশনে যান। তিনি স্বামীর সঙ্গে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। পরিবার বর্তমানে তাদের মেয়ের সুস্থতার জন্য দুশ্চিন্তাগ্রস্ত।

আইএসপিআর নিহত ছয় এবং আহত আট শান্তিরক্ষীর সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। আহতদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে সৈনিক পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার সদস্যরা রয়েছেন।

এদিকে, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানিয়েছেন, জেলা প্রশাসন আহত সৈনিক চুমকি আক্তারের পরিবারের সার্বিক সহযোগিতায় পাশে থাকবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top