কলকাতায় উদ্যাপিত হলো বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭
বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস কলকাতাতেও যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কলকাতার বিজয় দুর্গে (ফোর্ট উইলিয়াম) বিজয় দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
ফোর্ট উইলিয়ামে বিজয় স্মারকস্তম্ভে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ লড়াইকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। মহান মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর হাতে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয় এবং স্বাধীন বাংলাদেশের সূচনা ঘটে।
প্রতিবছরের মতো এ বছরও ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড চার দিন ধরে নানা অনুষ্ঠান আয়োজন করছে। অনুষ্ঠানে বাংলাদেশের তরফে উপস্থিত ছিলেন আটজন মুক্তিযোদ্ধা, দুজন সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা।
প্রতিনিধিদলে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম লুৎফর রহমান, মেজর শের-ই-শাহবাজ এবং তাদের স্ত্রীরা। মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছেন মো. হাবিবুল আলম, মেজর (অব.) অলিক কুমার গুপ্ত, মেজর (অব.) কামরুল আবেদিন, মেজর (অব.) মনীষ দেওয়ান, মেজর (অব.) মো. আব্দুল হাকিম, মেজর (অব.) হাফিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামছুল হুদা ও আবদুল্লাহ হিল শফি।
এর আগে সোমবার বাংলাদেশের প্রতিনিধিদল কলকাতার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তারা ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের আয়োজিত বর্ণাঢ্য মিলিটারি ট্যাটুতেও অংশ নেন।
দিল্লির বাংলাদেশ হাইকমিশন, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন, ত্রিপুরা ও গোহাটির বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদ্যাপন করছে। সকাল থেকে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।