আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১৩

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী ট্যাংকারে পূর্ণাঙ্গ অবরোধের নির্দেশ দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে। বুধবার তেলের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পায়, খবর দিয়েছে রয়টার্স।

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা ১.২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫৯.৬২ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৭৩ সেন্ট বা ১.৩ শতাংশ বেড়ে ৫৬ ডলারে পৌঁছায়।

বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলা থেকে দৈনিক প্রায় ৪–৫ লাখ ব্যারেল তেল সরবরাহে প্রভাব পড়তে পারে, যা বাজারে চাপ সৃষ্টি করছে। এতে তেলের দাম ব্যারেলপ্রতি আরও ১–২ ডলার বাড়তে পারে।

এর আগে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির খবরে তেলের দাম পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল। কিন্তু ভেনেজুয়েলা ইস্যুতে নতুন ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় সেই ধারা বদলে গেছে।

ট্রাম্প মঙ্গলবার ভেনেজুয়েলার শাসকদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেন এবং দেশটির তেল রপ্তানিতে কড়াকড়ি আরোপের ঘোষণা দেন। তবে কতগুলো ট্যাংকার এই অবরোধের আওতায় পড়বে এবং তা কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে ওয়াশিংটন এখনও বিস্তারিত জানায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top