অস্ট্রেলিয়ায় টিকাদান কার্যক্রম শুরু

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২১, ২০:৩৩

টিকা নিচ্ছেন অস্ট্রেলিয়ার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন

টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। রোববার (২১ ফেব্রুয়ারি) তার কোভিড টিকা নেওয়ার দৃশ্য সরাসরি স্থানীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে সাধারণ মানুষ ভ্যাকসিন নিতে পারবেন।

টিকা নিয়ে প্রধানমন্ত্রী মরিসন বলেন, ‘আগামীকাল থেকে সাধারণ মানুষ টিকা নিতে পারবেন। আমাদের খেয়াল রাখতে হবে টিকা নিলে মহামারি নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে চিকিৎসক ও প্রবীণসহ যারা সম্মুখে আছেন তারা অগ্রাধিকার পাবেন।’

এদিকে, দেশটিতে অক্সফোর্ডের তৈরি টিকার অনুমোদনও দেওয়া হয়েছে। তবে তা এখনও দেওয়া শুরু হয়নি।ভাইরাস নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া তুলনামূলকভাবে সফল হয়েছে। দেশটির জনসংখ্যা ২ কোটি ৫০ লাখ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৯ হাজার লোক এবং মারা গেছে ৯০৯ জন।

এন এফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top