মিয়ানমারের সামরিক জান্তার পেজ বন্ধ করলো ফেসবুক

Rakib Hasan | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ০২:০৯

মিয়ানমারের সামরিক জান্তার পেজ বন্ধ করলো ফেসবুক

মিয়ানমারের সামরিক বাহিনীর ফেসবুক পেজটি থেকে সহিংসতা প্ররোচনার অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) জান্তা পরিচালিত ‘ট্রু নিউজ’ নামের এই পেজটি বন্ধ করার কথা জানায় ফেসবুক কর্তৃপক্ষ। সামরিক বাহিনী দিনের পর দিন বিক্ষুব্ধ জনতার ওপর দমন পীড়ন বাড়িয়ে চলেছে। খবর এনডিটিভির

নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর মিয়ানমারে এখন গণবিক্ষোভ চলছে। ক্ষমতা থেকে উৎখাতের পর অং সান সু চিকে তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীসহ আটক করে রাখা হয়েছে। সামরিক বাহিনী বলেছে, তারা আইনিভাবেই ক্ষমতার পালাবদল ঘটিয়েছে। তারা ফেসবুকে তাদের পাতায় প্রচার করছে, গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচন নিয়মতান্ত্রিকভাবে হয়নি। তাতে প্রচুর অবৈধ ও জাল ভোট পড়েছে।

এদিকে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রু নিউজ ইনফরমেশন টিম নামের ওই পেজে বারবার সহিংসতা ও মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তাই পেজটি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। এছাড়াও দেশটির সামরিক বাহিনীর কয়েক শত সদস্যদের সঙ্গে সম্পর্কিত পাতা সরিয়ে ফেলেছে। এসব পেজে দেশটির রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা ও অপপ্রচার চালানো হতো। রাখাইন প্রদেশে সন্ত্রাস দমনের নামে পরিচালিত সশস্ত্র অভিযানে হাজার রোহিঙ্গা নিহত হয়। ধর্ষিত হয় অসংখ্য নারী। সাড়ে ৭ লাখ রোহিঙ্গা ভিটেমাটি ছেড়ে প্রাণ বাঁচানোর তাগিদে পাশের দেশ বাংলাদেশে পালিয়ে গেছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top