পাঁচ লাখ মৃত্যু হৃদয় বিদারক: বাইডেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১৮:৫৬

পাঁচ লাখ মৃত্যু হৃদয় বিদারক: বাইডেন

দেশের জনগণকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে পাঁচ লাখের বেশি মানুষ মারা গেছে। বিশ্বের যে কোনো দেশের তুলনায় সে দেশে মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জো বাইডেন বলেছেন, জাতি হিসেবে আমরা এ ধরনের নিষ্ঠুর ভাগ্য মেনে নিতে পারি না। দুঃখ থামাতে আমাদের এটি প্রতিহত করতে হবে।

নিহতদের স্মরণে মোমবাতি জ্বালানোর অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, ফার্স্টলেডি এবং সেকেন্ড জেন্টলম্যান হোয়াইট হাউসের বাইরে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

জো বাইডেন বলেছেন, আজকের দিনটি সকল মার্কিনিকে মনে রাখতে বলছি। আমরা যাদের হারিয়েছি তাদের স্মরণ করুন এবং আমরা যাদের হারিয়েছি তাদের মনে রাখবেন। করোনাভাইরাসের বিরুদ্ধে সকল মার্কিনিকে একযোগে লড়ার আহ্বান জানান তিনি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top