মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠালো মালয়েশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০১:৩৭

মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠালো মালয়েশিয়া

আদালতের রায় সত্ত্বেও ১০৮৬ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

চলমান অভ্যুত্থানের মধ্যে তাদেরকে মিয়ানমারে ফেরত না পাঠাতে আদালতে আপিল আবেদন করেছিল মানবাধিকার সংস্থাগুলো। তার প্রেক্ষিতে প্রত্যাবর্তন সাময়িক স্থগিত করেছিল মালয়েশিয়ার আদালত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে করে ওই অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানো হয়, জাহাজে তোলার আগে ট্রাক ও বাসে করে তাদের বন্দরে নিয়ে আসা হয়।

এর আগে মিয়ানমারের এই নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল কুয়ালালামপুর হাইকোর্ট। দেশটির নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করতে যে বিচারিক পর্যালোচনার আবেদন করা হয়েছিল বুধবার সকালে আদালতে তার শুনানির কথা ছিল।

আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ১২০০ বন্দিকে ফেরত পাঠানো হবে। কিন্তু পরে তাদের সংখ্যা কেন কমলো তা পরিষ্কার হয়নি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top