শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

নিরাপত্তা বাহিনীর অভিযানে কাঁপল বেলুচিস্তান, নিহত ৯৯ জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৭:২৩

সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে গত রাতে (৩০ জানুয়ারি) বড় ধরনের এক সমন্বিত সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রদেশটির ১২টি ভিন্ন স্থানে চালানো হামলাগুলো সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়।

নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে পরিচালিত সামরিক অভিযানে মোট ৯৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে এই সংঘর্ষে ১০ জন নিরাপত্তা কর্মী শাহাদাত বরণ করেছেন।

জঙ্গিদের হামলা শুধু নিরাপত্তা বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। খুজদার এলাকায় তারা নিরীহ সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালায়। এতে এক বেলুচ শ্রমিকের পরিবারের পাঁচ সদস্য নিহত হন, যাদের মধ্যে একজন নারী ও তিনটি শিশু রয়েছে।

এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে পলায়নরত জঙ্গিদের ধরতে নিরাপত্তা বাহিনী স্থল ও আকাশপথে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, ‘ফিতনা-উল-হিন্দুস্তান’ নামক একটি সন্ত্রাসী গোষ্ঠী এসব হামলার সঙ্গে জড়িত। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগ, অভিযানের সময় ভারতীয় কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের অংশ এই গোষ্ঠীকে সমর্থন জুগিয়েছে, যা জঙ্গিদের সঙ্গে নির্দিষ্ট মহলের যোগসূত্রের ইঙ্গিত দেয়।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিরাপত্তা বাহিনীর সফল অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে।

এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং ফেডারেল মন্ত্রী আবদুল আলীম খান নিরাপত্তা বাহিনীর সদস্যদের বীরত্বকে স্যালুট জানিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের জানমালের সুরক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।

সূত্র: সামা টিভি

 

 এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top