আন্দামান সাগর থেকে ৮১ রোহিঙ্গা উদ্ধার
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২১, ২১:১৪
ভারতের কোস্ট গার্ড আন্দামান সাগরে ভাসমান নৌযান থেকে ৮১ রোহিঙ্গাকে উদ্ধার করেছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের কোস্টগার্ড আন্দামান সাগর থেকে ৮১ জন জীবিত এবং আটজন মৃত রোহিঙ্গাকে উদ্ধার করেছে। তবে উদ্ধারকৃতদের ভারতে প্রবেশের অনুমতি দেয়া হবে না।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) আন্দামান সাগরে আটকে পড়া রোহিঙ্গাদের অবিলম্বে উদ্ধারের আহ্বান জানায়। রয়টার্সের খবরে বলা হয়, ওই রোহিঙ্গারা একটি নৌযানে ভেসে ভেসে আন্দামান সাগরে পৌঁছায়। নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা সাগরে আটকে পড়ে। নৌযানে থাকা অনেকেই খবার ও পানি ছাড়া মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে।
শরণার্থী বিষয়ক সংস্থা আজ থেকে প্রায় ১৪ দিন আগে রোহিঙ্গাদের ওই দলটি বাংলাদেশের কক্সবাজার ত্যাগ করে বলে দাবি করে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের দাবি প্রত্যাখান করে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: আন্দামান সাগর রোহিঙ্গা উদ্ধার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।