নাইজেরিয়ায় ফের তিন শতাধিক ছাত্রী অপহরণ
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি স্কুলে হামলা চালিয়ে প্রায় ৩ শতাধিক ছাত্রীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০০:৪৩
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি স্কুলে হামলা চালিয়ে প্রায় ৩ শতাধিক ছাত্রীকে অপহরণ করেছে বন্দুকধারীরা।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) শিক্ষক ও অভিভাবকদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে এতথ্য জানিয়েছে।
ওই স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, অপহরণ শিক্ষার্থীর সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে মাথা গণনার পর তিন শতাধিক শিক্ষার্থীর হিসাব মিলছে না।
এর আগে গত সপ্তাহে বন্দুকধারীরা নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় রাজ্য নাইজারের আবাসিক স্কুলের এক শিক্ষার্থীকে হত্যা করে। অপহরণ করে ৪২ জনকে, যার মধ্যে শিক্ষার্থী আছে ২৭ জন। জিম্মিদেরকে এখনও মুক্তি দেওয়া হয়নি।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: নাইজেরিয়া তিন শতাধিক অপহরণ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।