মুক্তি পেল নাইজেরিয়ার ৩১৭ স্কুলছাত্রী
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২১, ২১:২৭
নাইজেরিয়ায় অপহরণের শিকার হওয়া ৩ শতাধিক স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। গত শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ জামফারার একটি আবাসিক স্কুল থেকে এসব ছাত্রীকে অপহরণ করা হয়েছিল।
জামফারার গভর্নর বেলো মাতাওয়াল্লির বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা ও রয়টার্স। গভর্নর মঙ্গলবার জানিয়েছেন, শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে নিরাপদে রয়েছে। তাদের মুক্তির জন্য কোনো মুক্তিপণ দিতে হয়নি।
বেলো মাতাওয়াল্লি বলেন, ‘আমরা শুক্রবার অপহৃত হওয়া শিশুদের পেয়েছি। আমি একটি শান্তি চুক্তি শুরু করেছি, যা ইতিবাচক ফল দিয়েছে। কাউকে কোনো মুক্তিপণ প্রদান করা হয়নি।’
রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাতে ৩১৭ ছাত্রী অপহৃত হয়েছিলেন। তারা জামফানের জঙ্গব শহরের একটি সরকারি বালিকা বিজ্ঞান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। একটি সশস্ত্র দল তাদের অপহরণ করে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: মুক্তি নাইজেরিয়া ৩১৭ স্কুলছাত্রী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।