ইসরায়েলি জাহাজে হামলার দাবি অস্বীকার করলো ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২১, ১৭:০৬

ইসরায়েলি জাহাজে হামলার দাবি অস্বীকার করলো ইরান

সম্প্রতি ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করে বক্তব্য দিয়েছিল তেল আবিব। তাদের এ বক্তব্যকে ভিত্তিহীন উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান এ ঘটনার জেরে ইসরায়েলের পক্ষ থেকে কোনও ভুল সিদ্ধান্তের বিষয়ে গোটা বিশ্বকে সতর্ক করেছে।

শনিবার (০৬ মার্চ) পার্সটুডে এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। বলা হয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতি বরাবর পৃথক চিঠিতে এই হুঁশিয়ারি জানিয়েছেন।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে তেল আবিবের তোলা অভিযোগ উত্থাপনের লক্ষ্য ইসরায়েলকে অসহায় হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা। এছাড়াও মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের দখলদারিত্ব ও অবৈধ তৎপরতাকে বৈধ করার চেষ্টা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top