ফাইনালের আগেই ভারতের কাছে নিউজিল্যান্ডের হার
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২১, ০১:৫৫
আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টটি ইনিংস ব্যবধানে জিতে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ভারত। এই জয়ের সঙ্গে আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নাম লিখিয়েছে বিরাট কোহলির দল।
আগামী ১৮ জুন ‘ক্রিকেটের মক্কা’খ্যাত লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারত আর নিউজিল্যান্ড। সেই লড়াইয়ে জয়ী দলের হাতেই উঠবে টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুট।
আইসিসির টেস্ট র্যাংকিংয়ে এক নম্বর জায়গাটি দখলে নিয়েছে ভারত। দুইয়ে নামিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। ভারতের পয়েন্ট এখন ১২২, নিউজিল্যান্ডের ১১৮।
ঘরের মাঠে চার ম্যাচের সিরিজটি মোটেই সহজ ছিল না ভারতের জন্য। প্রথম টেস্টে বরং ইংল্যান্ডের কাছে ২২৭ রানের বড় ব্যবধানে হেরে চোখে অন্ধকার দেখছিল কোহলির দল।
তবে সেই ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারায় ৩১৭ রানে। আহমেদাবাদের মোতেরায় তৃতীয়টিতে তো দুইদিনেই ১০ উইকেটের জয় তুলে নেয় কোহলির দল। চতুর্থ ও শেষ টেস্টে তারা জিতেছে ইনিংস এবং ২৫ রানে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: ফাইনাল ভারত নিউজিল্যান্ডের হার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।