কলকাতায় রেল ভবনে আগুনে নিহত ৯
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৯ মার্চ ২০২১, ২২:২৫
ভারতের কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট ভবনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
জানা গেছে, সোমবার (০৮ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের ১৩ তলা ভবনে আগুন লাগে। তখন ছুটি হয়ে গেলেও কয়েকজন ভেতরে ছিলেন বলে দাবি রেল কর্মীদের। তাদের মধ্যে চার থেকে পাঁচজনের খোঁজ মেলেনি বলে জানান তারা।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নিহত নয় জনের মধ্যে চার জন অগ্নিনির্বাপক বাহিনীর কর্মী, একজন আরপিএফ কর্মী এবং একজন এএসআই রয়েছেন। নিহত অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনাস্থলে উপস্থিত মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, তিন দমকল কর্মী, পুলিশ এবং আরপিএফের একজন করে কর্মী লিফটে ঢুকেছিলেন। উদ্ধারকারীরা সবাইকে বার করে আনার চেষ্টা করছেন। বেশ কয়েকজন দমকল কর্মী লিফটে উঠছিলেন। ১২তলায় পৌঁছে তারা লিফটে থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রচণ্ড তাপের ফলে তারা ফিরে আসার চেষ্টা করেন। চার পাশের বিষাক্ত গ্যাসে তারা সংজ্ঞাহীন হয়ে পড়েন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।