শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ফের মিয়ানমার বিক্ষোভে গুলি, নিহত ৭

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ০১:৩৭

ফের মিয়ানমার বিক্ষোভে গুলি, নিহত ৭

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে পুলিশের প্রকাশ্যে গুলিতে ৭ বিক্ষোভকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির পৃথক দুইটি শহরে এই ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, এক ব্যক্তি রাস্তায় পড়ে আছে। তার মাথার ক্ষত দিয়ে রক্ত ঝরছে।

বৃহস্পতিবারের (১১ মার্চ) নিহতের ঘটনার আগে রাজবন্দিদের সহযোগী একটি অ্যাডভোকেসি গ্রুপ জানায়, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে ৬০ জনের বেশি আন্দোলনকারী নিহত হয়েছে। এছাড়া জান্তা সরকার প্রায় দুই হাজার মানুষকে আটক করেছে।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করছে, বিক্ষোভকারীদের প্রতি মিয়ানমারের সেনাবাহিনী যুদ্ধের মতো আচরণ করছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top