সুকির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ সেনাবাহিনীর
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ০১:৪৩
মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু কির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তুলেছে সেনাবাহিনী। পুলিশের গুলিতে আটজন বিক্ষোভকারী নিহতের দিন সংবাদ সম্মেলনে মিয়ানমারের সেনাবাহিনী এই অভিযোগ তুললো। খবর রয়টার্সের।
এর আগে মিয়ানমারের সেনাবাহিনী স্টেট কাউন্সেলর অং সান সু কির বিরুদ্ধে দুইটি চার্জ গঠন করে। অভিযোগের প্রথমটি ছিল অবৈধভাবে চারটি ওয়াকিটকি রাখা এবং দ্বিতীয়টি ছিল পরিবেশ বিপর্যয় করা। যদিও কোন ধরনের পরিবেশ বিপর্যের অভিযোগ গঠন করা হয়েছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্র জেনারেল জ মিন তুন সংবাদ সম্মেলনে বলেন, `নিরাপত্তা বাহিনী সুশৃঙ্খল রয়েছে, যখন প্রয়োজন শুধুমাত্র তখনই শক্তি প্রয়োগ করছে। এমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি যাতে আন্তর্জাতিক গোষ্ঠীর উদ্বিগ্ন হতে হবে। পশ্চিমাবিশ্ব যা কল্পনা করছে সেটা সত্য নয়।‘
এর আগে সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীদের দাঙ্গা সৃষ্টিকারী আখ্যা দিয়ে বলেছিল, `নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সংযমী হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর আক্রমণ এবং দেশের জাতীয় নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্টেরও অভিযোগ করে সেনাবাহিন।’
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।