আবারও নাইজেরিয়ায় ৩০ শিক্ষার্থী অপহরণ
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ০০:৪১
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের একটি কলেজ থেকে প্রায় ৩০ জন কলেজ শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। শুক্রবার (১২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।
ডিসেম্বর থেকে এখন পর্যন্ত দেশটিতে চার দফায় শিক্ষার্থী অপহরণের ঘটনা ঘটলো।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাদুনা রাজ্যের রাজধানী কাদুনার প্রান্তে অবস্থিত দ্য ফেডারেল কলেজ অব ফরেস্ট্রি মেকানাইজেশনে বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে হামলা চালায় বন্দুকধারীরা।
রাজ্যের নিরাপত্তা কমিশনার স্যামুয়েল আরুয়ান হামলার তথ্য নিশ্চিত করেছেন। তবে ঠিক কতজন অপহৃত হয়েছে তার সঠিক সংখ্যা তিনি নিশ্চিত করেননি।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।