শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে বহনকারী গাড়িতে হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ২২:০০

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে বহনকারী গাড়িতে হামলা

আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলে প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে বহনকারী একটি মিনিবাসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।

রোববার (১৪ মার্চ) আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত একটি এলাকা পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট আলবার্তো। দেশটির দক্ষিণ প্রদেশ চুবুটের একটি কম‌্যুনিটি সেন্টারের বাইরে জনগণ তার ওপর চড়াও হয়ে পাথর ছুড়েঁ মারেন। তার গাড়িতে কিল-ঘুষি দেয়।

প্রসঙ্গত, সম্প্রতি কিছুদিন আগে দেশটির প‌্যান্টাগোনিয়া রাজ‌্যের একটি জঙ্গলে আগুন লেগেছিলো। সেই আগুনে ১জন মারা গেছে, কয়েকজন আহত হয়েছেন। দু‘শ বাড়িঘর পুড়েছে। কিছু লোককে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top