পুতিনকে ‘খুনি’ বলেছেন বাইডেন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ২১:৫৭
সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'খুনি' বলায় , মার্কিন প্রসিডেন্ট জো বাইডেনের এর তীব্র নিন্দা জানিয়েছেন রুশ প্রসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তিনি বলেছেন, এই মন্তব্য ‘অগ্রহণযোগ্য এবং ‘একজন প্রেসিডেন্টের জন্য যথাযথ নয়। তিনি আরও বলেন, ‘একজন রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে এমন মন্তব্য মানায় না’। বুধবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন এমন মন্তব্য করেন। এর আগেও বিশ্বের অন্যান্য নেতাদের নিয়ে এমন উস্কানিমুলক মন্তব্য করেছেন বাইডেন। বাইডেনের নির্বাচনি প্রচারনা চলাকালে তিনি, চিনের প্রসিডেন্ট শি জিনপিং কে 'দুর্বৃত্ত', রুশ প্রসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে 'স্বৈরাচার' এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কে 'হিটলার' এর সাথে তুলনা করেছেন।
বাইডেনের মন্তব্যের জবাবে পুতিন তাকে শুভকামনা জানিয়েছেন এবং একটি সরাসরি আলাপের প্রস্তাব দিয়েছেন। তিনি আরো বলেন, ‘রতনে রতন চেনে’। বাইডেনের মন্তব্যের ‘স্মার্ট’ এবং ‘যথাযথ জবাব দেয়ার জন্য এরদোয়ান পুতিনের বেশ প্রশংসা করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।