আবারও লকডাউন ফ্রান্স ও পোল্যান্ডে

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ২৩:৩৩

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ফ্রান্স ও পোল‌্যান্ডে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ মার্চ) সংবাদমাধ‌্যম বিবিসি জানায়, সংক্রমণ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।

ফ্রান্সের রাজধানী প‌্যারিসসহ দেশটির আরও অন‌্যান‌্য ১৬ এলাকায় ২ কোটি ১০ লাখ মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে। করোনার ৩য় ঢেউয়ের আশঙ্কা থেকেই মূলত এই লকডাউনের ঘোষণা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ৩ সপ্তাহ ধরে পোল‌্যান্ডে দেশব‌্যাপী দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ এবং সব সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বছরের নভেম্বর থেকে দেশটিতে দৈনিক করোনার হার বেড়েই চলছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top