বাংলাদেশসহ ৪ দেশের নারীদের বিয়ে করতে সৌদি পুরুষদের বারণ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ২৩:৪৯
বাংলাদেশসহ পাকিস্তান, চাদ ও মিয়ানমার ৪ দেশের নারীদেরকে বিয়ে করতে পুরুষদের ওপর নিষেধ করেছে সৌদি সরকার। সৌদির সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
বেসরকারী পরিসংখ্যান অনুসারে এসব দেশ থেকে প্রায় ৫০ হাজার নারী বর্তমানে সৌদিতে বসবাস করছেন। বিদেশী নারীদের বিয়ের ক্ষেত্রে নানা বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে সৌদি সরকার। এরই অংশ হিসেবে সৌদি পুরুষদের ওপর চার দেশের নারীদের বিয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়।
সৌদির সংবাদ মাধ্যম মক্কা ডেইলির এক প্রতিবেদনে মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কুরায়শি জানান, বিদেশীর নারীদের বিয়েতে সৌদি পুরুষদের নিরুৎসাহিত করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। তাই বিদেশী কাউকে বিয়ে করতে চাইলে প্রথমে সরকারের অনুমোদন নিতে হবে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।