বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

জাপানে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ০০:০৭

জাপানে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ৯ মিনিটে এটি আঘাত হানে বলে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে।

ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি পূর্বাভাস দেওয়া হয়েছে।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় মিয়াগি অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের গভীরতা ছিল ৬০ কিলোমিটার।

দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, সমুদ্রের ঢেউ এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সুনামির ব্যাপারে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১

 



পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top