যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ২১:১৮
যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হয়ছে। এর মধ্যেই রাশিয়া বলছে, দেশটি মার্কিন যুক্তরাষ্ট্ররের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা করছে। তবে একইসঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্যও রাশিয়া প্রস্তুত।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছেন। জো বাইডেন যখনই উপযুক্ত মনে করবেন তখনই এই আলোচনা হতে পারে।
রুশ প্রেসিডেন্ট পুতিন জো বাইডেনকে টেলিভিশনে লাইভ আলোচনায় বসার প্রস্তাব দেন। এর জবাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, খুব শিগগিরই পুতিনের সঙ্গে তার আলোচনার পরিবেশ তৈরি হবে বলে তিনি আশা করছেন।
পেসকভ আরো বলেন,"পুতিন যে প্রস্তাব দিয়েছেন সেটির অর্থ টেলিভিশন বিতর্ক নয়। রাশিয়া ও আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে কোনো টেলিভিশন বিতর্ক হতে পারে না। পুতিন বরং বিশ্ব সমাজের চোখের সামনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে চান।"
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।