৯০০ বছরে মধ্যে প্রথমবার জেগে উঠলো আইসল্যান্ডের আগ্নেয়গিরি

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ০১:৫০

আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের নিকটস্থ আগ্নেয়গিরি : সংগৃহিত

৯০০ বছরে মধ্যে প্রথমবারের মতো জেগে উঠেছে আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের নিকটস্থ আগ্নেয়গিরি।

দক্ষিণ-পশ্চিমে আইসল্যান্ডের রেকজানেস উপদ্বীপের মাউন্ট ফাগ্রাদালসফজল এর নিকটে, গেলডিংডালুরের উপত্যকায় জ্বলজ্বলে বুদবুদে লাল লাভা ছড়িয়ে পড়েছিল, তবে এতে কারো কোনও ক্ষতি হয়নি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

শনিবার বৃষ্টিপাতের লাভা প্রবাহ ধীরে ধীরে কমতে থাকে । রাজধানী থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, ব্লু লেগুন স্পা এর কাছাকাছি একটি নীল গ্যাসের শিখা বাষ্পাকারে মেঘ হয় উঠেছিল।

আইসল্যান্ডের কেফ্লাভিক আন্তর্জাতিক বিমানবন্দর এবং গ্রিন্দাভিকের মাছ ধরা বন্দর মাত্র কয়েক কিলোমিটার দূরে হওয়ার শর্তেও, অঞ্চলটি জনশূন্য হওয়ায় আগ্নেয়গিরি বিস্ফোরণ জনসাধারণের জন্য কোনও বিপদ ডেকে আনেনি।

আইসল্যান্ডের কেফ্লাভিক আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণ শুরুর পরেও বিমানগুলি নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top