৫ মাসে করোনায় যুক্তরাজ্যে সর্বনিম্ন মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ১৮:১৮

ছবি সংগৃহিত

মহামারি করোনার প্রকোপ কমাতে চলছে লকডাউন, সেই সাতে দ্রুত গতিতে চলছে করোনার টিকাদান কর্মসূচি। আর তাই যুক্তরাজ্যে কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

গত ৫ মাসের মধ্যে রোববার (২১ মার্চ) করোনায় সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড ছিল ৩৩ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৫৫ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১২ জন। রোববার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৯৬ হাজার ৫৮৩ জনে।

দেশটিতে দ্রুত গতিতে চলছে টিকাদান কার্যক্রম। রোববার একদিনে সাড়ে ৮ লাখের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। এ পর্যন্ত টিকার ১ম ডোজ নিয়েছেন ২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৭০ জন। ২য় ডোজ নিয়েছেন ২২ লাখ ২৮ হাজার ৭৭২ জন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top