আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের আহ্বান প্রেসিডেন্ট জো বাইডেনের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ২০:০৫

প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি গ্রোসারি মার্কেটে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন প্রাণ হারানোর ঘটনার পরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (১৪ মার্চ) আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের।

বাইডেন বলেন, আমরা অ্যাসল্ট আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করতে পারি। “ভবিষ্যতে জীবন বাঁচাবে এমন সাধারণ জ্ঞানের পদেক্ষেপ নিতে, আরও এক ঘণ্টা যেতে, এক মিনিট অপেক্ষা করার দরকার নেই আমার আর।”

এটি একটি মার্কিন ইস্যু যা আমেরিকানদের জীবন বাঁচাতে পারে। আমাদের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত।

তিনি আরো বলেন, দেশে অ্যাসল্ট আগ্নেয়াস্ত্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগাজিনের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারি আমরা।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top