মহামারি মোকাবিলায় ব্রিটেন-ইইউ একসঙ্গে

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ১৭:২২

ছবি:  সংগৃহীত

ভ্যাকসিন রফতানি নিয়ে চলমান সংকট সমাধান ও নিজেদের মধ্যে সম্পর্কোন্নয়নে উভয়পক্ষই যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সম্প্রতি এক যৌথ বিবৃতিতে তারা জানায়, ব্রিটেন ও ইইউ উভয়পক্ষই যাতে লাভবান হয়- এমন একটি সিদ্ধান্তে পৌঁছাতে নিজেদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। ভ্যাকসিন রফতানির ক্ষেত্রে আরও উদারনীতির পাশাপাশি পারস্পরিক সহযোগিতাকে প্রাধান্য নিয়ে মহামারি মোকাবিলায় একসঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকারও করা হয় যৌথ বিবৃতিতে। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন রফতানিতে কঠোর নিয়ন্ত্রণারোপের ঘোষণা দেয় ইইউ। একই সঙ্গে ইউরোপীয় রাষ্ট্রগুলোকে ভ্যাকসিন সহায়তা না দিলে, ব্রিটেনে করোনার ভ্যাকসিন রফতানি বন্ধ করে দেয়ারও হুমকিও দেয় জোট।এর জবাবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, তার সরকার ভ্যাকসিন রফতানিতে কোনো ধরনের অবরোধ আরোপে বিশ্বাসী নয়।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top