২০২২ সালের শেষে করোনামুক্ত হবে পৃথিবী
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ২১:২০
২০২২ সালের শেষে পৃথিবী করোনামুক্ত হবে বলে পোল্যান্ডের এক সংবাদপত্রকে বলেছেন বিল গেটস।
তিনি বলেছেন, "আমরা এখন এক অবিশ্বাস্য ট্র্যাজেডির মধ্যে রয়েছি। এই সময় একমাত্র আনন্দের খবর হলো, ভ্যাকসিন এসে গেছে।"
বিশ্বের অন্যতম সফল ও ধনী ব্যবসায়ী, সমাজসেবী এবং মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস অনেক দিন ধরেই চলমান মহামারি ও জলবায়ুর পরিবর্তন নিয়ে সরব হয়েছেন। তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে ভ্যাকসিনের গবেষণায় দিয়েছেন ১৭৫ কোটি ডলার।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।