আবার ভূমিকম্পে কাঁপল জাপান
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ২৩:৪৪
জাপানে অনুভূত হলো ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় রোববার সকাল ৯টা ২৭ মিনিটে চিবা এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।
শিনহুয়া নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ট থেকে ৫০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্প থেকে কোনো সুনামি আশঙ্কা নেই।
কয়েক সপ্তাহ আগেই দেশটির উত্তরপূর্বাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল টোকিও থেকে ৩০৬ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার। শক্তিশালী ওই ভূমিকম্পে বহু বাড়ি-ঘরের জানালা ভেঙে পড়ে এবং ফুকুশিমায় একটি ভূমিধসের ঘটনা ঘটে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।