মোজাম্বিকে সন্ত্রাসী হামলায় নিহত ১২
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ১৮:৫৯
পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তরাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ৬০ জন। খবর গার্ডিয়ানের।
গার্ডিয়ানের প্রতিবেদনের তথ্যমতে, মোজাম্বিকের উত্তরাঞ্চলের পালমা নামক স্থানে একটি মাল্টি বিলিয়ন ডলারের প্রাকৃতিক গ্যাসের প্রজেক্টে হামলা চালায় সন্ত্রাসী বাহিনী। হামলার পর ব্রিটেন, ফ্রান্স ও দক্ষিণ আফ্রিকার কর্মকর্তা-কর্মচারীরা সেখান থেকে পালিয়ে আমারুলা নামক স্থানীয় একটি হোটেলে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়াদের সংখ্যা ছিল প্রায় ২‘শ।
ওই হোটেল থেকে বিদেশি কর্মকর্তা-কর্মচারীরা নৌপথে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর তারা শুক্রবার গাড়িবহরে করে সেখান থেকে নিরাপদ আশ্রয়ের দিকে রওয়ানা দেয়। এমন সময় তাদের গাড়িবহরে হামলা করে সন্ত্রাসী বাহিনী। ওই হামলার পর ১৭টি গাড়ীর মধ্যে মাত্র ৭টি কোনোরকমে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারে। বাকি ১০টি এখনো নিখোঁজ।
মোজাম্বিক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতের সংখ্যা ১২। আর এখনো নিখোঁজ রয়েছে ৬০ জন। ।
এই হামলার দায় এখনো পর্যন্ত কোন গোষ্ঠী স্বীকার করেনি। ধারনা করা হচ্ছে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।