নিজের দেশের নাগরিকদেরই প্রাধান্য দিচ্ছে ব্রিটেন

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ২২:২৮

সংগৃহীত

করোনারোধী ভ্যাকসিনের ক্ষেত্রে নিজের দেশের নাগরিকদেরই প্রাধান্য দিচ্ছে ব্রিটেন। দেশটি প্রাপ্ত বয়স্ক সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার ওপর জোর দিচ্ছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেনে সবচেয়ে দ্রুত ভ্যাকসিন কার্যক্রম চলছে। আগামী জুলাইয়ের শেষ দিকে প্রাপ্ত বয়স্ক সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী কোয়াশি বলেন, ব্রিটেনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়কেই আমরা জোর দিচ্ছি। তিনি বলেন, আমরা অন্যান্য দেশের সঙ্গে একত্রে কাজ করতে চাই। তবে নিজ দেশের নাগরিকরা আমাদের কাছে বেশি প্রাধান্য পাবে।

তিনি আরো বলেন, ব্রিটেন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কাজ করছে যেন তাদের জনগণকে ভ্যাকসিন সরবরাহের বিষয়টি নিশ্চিত করা যায় এবং এটা কোনো প্রতিযোগিতা নয়।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top