নেদারল্যান্ডে বোরকা নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ০২:০৮
তুর্কি বংশোদ্ভূত একজন শিল্পী নেদারল্যান্ডে বোরকা নিষিদ্ধের বিরুদ্ধে অভিনব পন্থায় প্রতিবাদ জানিয়ে সবার নজরে এসেছেন।
জানা গেছে, আমস্টারডামে চারুকলা শিল্পের পরিচালক হিসেবে কাজ করেন এরিল। বোরকা নিষিদ্ধের প্রতিবাদ হিসেবে তিনি এক সঙ্গে অনেক মাস্ক পরেন এবং এটাকে তিনি আখ্যায়িত করেন ‘বৈধ বোরকা’ বলে। খবর আনাদোলু এজেন্সির।
বিষয়টি নিয়ে এরিল জানান, বাধ্যতামূলক মাস্ক পরিধান করে নিষিদ্ধ বোরকার চিত্র তৈরি করেছেন। এখন মানুষের কাছে মাস্ক পরার বাধ্যবাধকতার মধ্যেও নিষিদ্ধের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে চাই। বোরকার নিষিদ্ধের এমন কাজকে নিষিদ্ধ সিলুয়েটে প্রয়োজনীয় সামগ্রির সংমিশ্রণে প্রতিরোধমূলক কাজ বলেও আখ্যায়িত করেন তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালে আগস্ট থেকে নেদারল্যান্ডে বোরকা নিষিদ্ধ হয়। আইনটি লঙ্ঘন করে যারা গণসম্মুখে মুখ ঢেকে রাখবে তাদেরকে ১৫০ ইউরো (প্রায় ১৭৬ ডলার) জরিমানা আদায়ের নিয়ম চালু করা হয়।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: নেদারল্যান্ড বোরকা নিষিদ্ধ প্রতিবাদ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।