ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৪
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ২০:১১
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত অরেঞ্জ শহরে বন্দুক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। রয়টার্স, এনবিসি।
মেট্রো সিটি অগ্নিনির্বাপন কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর চারজনের লাশ উদ্ধার করেছে তারা। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন স্থিতিশীল আছে এবং ‘জনগণের প্রতি এখন কোনো হুমকি নেই।’
পুলিশের দেওয়া তথ্যমতে, যে ভবনে হামলা হয়েছে সেটি মূলত ছোট একটি বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত। উপর থেকে নেওয়া ছবিতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকতে দেখা গেছে। এছাড়া তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানায়নি তারা।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই ঘটনাকে ‘ভয়ঙ্কর এবং হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন। হামলার পর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভয়ঙ্কর হামলায় নিহতদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা ও ভালোবাসা থাকবে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: ক্যালিফোর্নিয়া বন্দুক হামলা নিহত ৪
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।