তুরস্কে একদিনে ৪০ হাজারের বেশি করোনা শনাক্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১, ০১:৫১

তুরস্কে একদিনে ৪০ হাজারের বেশি করোনা শনাক্ত

তুরস্কে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৪০ হাজার ৮০৬ জনের করোনা শনাক্ত হয়েছে যা দেশটিতে গত বছর করোনা সংক্রমণ শুরুর পর একদিনে সর্বোচ্চ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্চের শুরু থেকে তুরস্ক সরকার করোনা সংক্রমণ কমানোর পদক্ষেপ নেয়ার মধ্যে বৃহস্পতিবার (০১ এপ্রিল) দেশটিতে করোনার সর্বোচ্চ সংক্রমণ হলো। তুরস্কে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৩৩ লাখ। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৭৬ জনের। দেশটিতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা ৩১ হাজার ৭১৩ জন।

গত সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান করোনা মোকাবেলায় কঠোর পদক্ষেপ ঘোষণা দেন। আগামী ১৩ এপ্রিল পবিত্র রমজান মাসের শুরু থেকে সমগ্র দেশব্যাপী সপ্তাহান্তিক লকডাউন কর্মসূচি পালন করা হবে।

খবরে বলা হয়েছে, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র আঙ্কারাসহ তুরস্কের ৮১ প্রদেশের অধিকাংশটিতে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। রমজানে দেশটিতে টানা দ্বিতীয় বছরের মতো গোষ্ঠীবদ্ধভাবে খাবার নিষিদ্ধ থাকবে। রমজান মাসজুড়ে সেহরি ও ইফতারির সময় গণজমায়েত নিষিদ্ধ থাকবে। এছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সপ্তাহান্তিক কারফিউ জারি থাকবে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top