শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ভারতে ৭ মাস পর সর্বোচ্চ দৈনিক সংক্রমণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১, ২২:৪৯

ভারতে ৭ মাস পর সর্বোচ্চ দৈনিক সংক্রমণ

করোনাভাইরাসের তাণ্ডবে ক্রমেই নাজেহাল হয়ে যাচ্ছে ভারতের পরিস্থিতি। গত বছর সেপ্টেম্বরে দৈনিক সংক্রমণ যেমন শিখরে পৌঁছেছিল, এবার সে রকম পরিস্থিতি তৈরি হচ্ছে ভারতে।

এ নিয়ে চিন্তা বাড়ছে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য প্রশাসনের। এজন্য রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে বেশ কিছু রাজ্যে।

এখনই লকডাউনের কথা ভাবছে না বলে জানানো হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে যদিও জানিয়েছেন, এভাবে চলতে থাকলে শিগগিরই লকডাউন জারি হতে পারে সে রাজ্যে।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ১২৯ জন। ভারতে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ২৩ লক্ষ ৯২ হাজার ২৬০ জন। সূত্র: ওয়ার্ল্ডোমিটার

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top